Mukti Song Lyrics in Bengali
মুক্তি দিলে যীশু নাম শান্তি দিলে যীশু নাম।
যীশু তুমি দয়ার সাগর, যীশু প্রভু মহান,
যীশু প্রভু মহান।
যাবপাত্রে জন্ম নিলে, ক্রুশে জীবন দিলে,
ক্রুশে জীবন দিলে।
ক্রুশে রক্ত ঢেলে দিলে, কিনলে মূল্য দিয়ে,
কিনলে মূল্য দিয়ে।
পাপ তুমি ধূয়ে মুছে দিলে, ক্রুশে বলি হলে,
ক্রুশে বলি হলে।