Mrittu Porabhuto Song Lyrics Bengali
মৃত্যুপরাভূত আজ, উচ্চস্বরে হাল্লেলুইয়া বলো
প্রকম্পিত ধরা আজ, প্রভু যীশুর নামের জয় বল
যীশু মৃত্যুকে জয় করেছেন
শয়তান পরাজিত হয়েছে আজ
আকাশে, নতুন সূর্য উঠেছে আজ
দুঃখের দিন কেটে গেছে যে সবার
হাল্লেলুইয়া (৪)
আধারময় ধরা ছিল
যীশুর আলোয় ভরে গেলো
সে আলো যেন না নিভে
প্রতিটি হৃদয় আলোয় ভরে যাক